দিনে গরম, শেষ রাতে ঠান্ডা, এমন সময় যা মনে রাখবেন
শীত আসতে দেরি নেই, তা বোঝা যায় শেষ রাতে, শোবার সময় হয়তো ফ্যান ফুল স্পিডে দিয়ে ঘুমিয়েছেন, কিন্তু শেষ রাতে লেগে গেছে খুব ঠান্ডা। বড়রা তা–ও সামলে উঠতে পারেন, শিশুদের জন্য কিন্তু এটি মারাত্মক সমস্যা ডেকে আনতে পারে। তাই রাতে শিশুদের ক্ষেত্রে একটু বাড়তি নজর দিন।